মাদাগাস্কারে স্টেডিয়ামে পদদলিত হয়ে ১২ জনের মর্মান্তিক মৃত্যু

মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোয় একটি স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১২ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮০ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

শুক্রবার (২৫ আগস্ট) ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য স্টেডিয়ামটিতে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ধারণ ক্ষমতার বেশি মানুষ উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আসায় এমন দুর্ঘটনা ঘটেছে।

রেডক্রসের এক কর্মকর্তা জানান, স্টেডিয়ামের প্রবেশপথে মাত্রাতিরিক্ত ভিড় থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়েন অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনা। দর্শকদের পদদলিত হয়ে মৃত্যুর ঘটনাকে ট্র্যাজিক ঘটনা হিসেবে আখ্যা দেন তিনি। এই দুর্ঘটনার কারণে স্টেডিয়ামে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এর আগে ২০১৯ সালের আসরে মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছিলেন।

মাদাগাস্কারের অন্যতম জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস। প্রতি চার বছর পরপর এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সিলেট ভয়েস/এএইচএম