শান্তিগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে লিফলেট বিতরণ করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকালে উপজেলার পাগলা বাজারে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিনের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজপথে নেমে আসতে সাধারণ জনতার প্রতি আহ্বান জানান আনছার উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির একাংশের সভাপতি আউয়াল উদ্দিন, উপজেলা বিএনপি নেতা হাজি কমর উদ্দিন, ইসলাম উদ্দিন, আব্দুল লতিফ, আব্দুস সোবহান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সুত্রধর, জেলা যুবদলের সদস্য তুরন খাঁন, উপজেলা কৃষকদল নেতা ইউপি সদস্য মাহবুব তালুকদার, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদ মিয়া, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, স্বেচ্ছাসেবকদল নেতা মামুনুর রশিদ, বিশ্বজিৎ দে বিরাজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, ছাত্রদল নেতা ইমরান আহমদ প্রমূখ।