সিলেটেও সাঈদির গায়েবানা জানাজা, পুলিশের ‘না’

মানতবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে দেশের বিভিন্ন স্থানে গায়োবানা জানাজা ঘিরে বিশৃঙ্খলা চলছে। যদিও ইসলামী স্কলারদের মধ্যে গায়োবানা জানাজার ব্যাপারে মতানৈক্য রয়েছে, এর মধ্যেই সিলেটে কর্মসূচী ঘোষণা করলো জামায়াত।

বুধবার সিলেটে গায়েবানা জানাজার আয়োজন করতে চাইছে নিবন্ধন হারানো দলটি। তবে বিশৃঙঙ্খলার আশঙ্কায় এখন পর্যন্ত জানাজার অনুমতি দেয়নি সিলেট মহানগর পুলিশ।

মঙ্গলবার (১৫ আগস্ট) সাঈদীর গায়েবনা জানাজাকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে জামায়াতকর্মীদের সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। তবে কোথাও গায়েবনা জানাজা করতে দেয়নি পুলিশ।

এ অবস্থায় বুধবার দুপুরে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন করেছে জামায়াত ইসলামী।

এ তথ্য জানিয়ে জামায়াত ইসলামীর সিলেট মহানগর শাখার আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘বুধবার জোহরের নামাজের পর আলিয়া মাদ্রাসা মাঠে সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। পরে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানানো হবে।’

পুলিশের অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, ‘জানাজায় পুলিশের অনুমতির প্রয়োজন হয় না।’

এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘জামায়াতকে এখনও আমরা গায়েবানা জানাজার অনুমতি দেইনি। জানাজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা বা সহিংসতার শঙ্কা রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়েই এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।’

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার তার গ্রামের বাড়ি পিরোজপুরে তাকে দাফন করা হয়।