শাল্লায় জাতীয় শোক দিবসে প্রশাসনের আলোচনা সভা

৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছেন শাল্লা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা গণমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের সভাপতিত্বে ও সহকারি শিক্ষিকা স্বর্ণালি মজুমদার স্বর্ণার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও মহিলা ভাইস-চেয়ারম্যান অমিতা রানী দাশ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যিনি বাঙালি জাতিকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছেন আজকের এই দিনে সেই মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ১৫ই আগস্ট এক বিভীষিকাময় দিন। এই দিনটি আমাদেরকে মনে করিয়ে দেয় কিভাবে ঘাতকরা এই মহান নেতাকে হত্যা করেছিল।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে একদিনে হত্যা করা হয়নি। দীর্ঘ ছয় মাস পরিকল্পনা করে খন্দকার মোশতাক বাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করে। আজকের এই জাতিকে বিনষ্ট করার জন্য গণহত্যা করা হয়েছিল। যারাই এই হত্যাকান্ড ঘটিয়েছিল এদেশে তাদের অনেকেরই বিচার হয়েছে বাকিদেরও বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা লাল সবুজের পতাকা পেয়েছিলাম উল্লেখ করে বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তির কাছে কখনো মাথানত করা যাবেনা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার কারন হল বঙ্গবন্ধু এদেশের মানুষের স্বাধীনতা চেয়েছিল, এদেশের মানুষের অধিকার আদায়ের যুদ্ধ ঘোষণা করেছিল, এদেশের মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করেছিল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. অলিউল হক, সহ-সভাপতি মো. আব্দুস সাত্তার, ৩নং বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

উল্লেখ্য উপজেলা প্রশাসনের আজকের এই আলোচনা সভায় দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলে অসুস্থতা জনিত কারনে তিনি উপস্থিত থাকতে পারেননি বলে জানান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুস সাত্তার।

সিলেট ভয়েস/এএইচএম