রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান প্রদেশের একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৬ জন।
সোমবার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে বিস্ফোরণের পর আগুন লাগে ওই পেট্রোল পাম্পে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে রাশিয়ার সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স।
প্রতিবেদনে বলা হয়, সেই বিস্ফোরণ ও আগুনে ২৫ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৬০ জন। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। চিকিৎসকদের ভাষ্য মতে মৃতদের মধ্যে তিনজন শিশু। মৃতের সংখ্যা বাড়তে পারে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, ভয়ংকর আগুন গ্রাস করেছে পেট্রোল স্টেশনকে। দমকলের প্রচুর গাড়ি সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে। জরুরি পরিষেবার ২৬০ জনকে সেখানে পাঠানো হয়েছে। হেলিকপ্টার ও বিমানে করে আহতদের মস্কোতে নিয়ে আসা হয়েছে।
ইন্টারফ্যাক্স জানিয়েছে, প্রায় সাড়ে ছয় হাজার বর্গ ফুট এলাকায় আগুন লেগেছে। তা আরো ছড়াতে পারে। আরো বিস্ফোরণের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
সিলেট ভয়েস/এএইচএম