মৌলভীবাজারের কুলাউড়ায় অপারেশন ‘হিল সাইট’ অভিযানে আটক জঙ্গিরা নতুন সংগঠন ‘ইমাম মাহদি কাফেলা’র সদস্য।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন, দেশে সংগঠনটি নতুন করে তাদের কার্যক্রম শুরু করেছেন। অভিযান পরিচালনাকারী দলটির ধারণা, এসময় নতুন এ জঙ্গি সংগঠনটির আরও অন্তত পনের থেকে বিশজন সদস্য পালিয়ে গেছেন।
গতকাল শুক্রবার (১১ আগস্ট) রাত ৮টার পর থেকে উপজেলার কর্মধা ইউনিয়ন পূর্ব টাট্টিউলি গ্রামের জুগিটিলায় বাইশালী নামক এলাকায় একটি টিলার ওপর নতুন স্থাপিত একটি বাড়ি ঘিরে রাখে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরের দিন শনিবার (১২ আগস্ট) সকাল সাতটার দিকে ঢাকা কাউন্টার টেররিজম পুলিশের সহকারী কমিশনার শফিকের নেতৃত্বে বাড়িটিতে অভিযান শুরু হয়।
অভিযানে নতুন এ জঙ্গি সংগঠনের ৪ পুরুষ ও ৬ নারীসহ ৩ শিশুকে আটক করা হয়। এসময় ৩ কেজি বিস্ফোরক, ৫০টি ডানোনেটর, নগদ ৩ লাখ টাকা, জঙ্গি সদস্যদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, যে বাড়িটিতে অভিযান চালানো হয়েছে, ওই বাড়ির বাসিন্দারা কেউই স্থানীয় নয়। কয়েকদিন আগে ভাড়া নিয়ে সেখানে তারা অবস্থান করছিল।
সিলেট ভয়েস/এএইচএম