চাঁদার দাবিতে জকিগঞ্জের ইলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার মোঃ সফিকুর রহমান (৩৭) সুলতানপুর ইউনিয়নের হাজারীচক গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম বাদী হয়ে গত ৩১ জুলাই হাজারী চক গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে মোঃ শফিকুর রহমান (৩৭) ও দরিয়াবাজ গ্রামের মৃত বাদাই মিয়ার ছেলে আবুল কালাম কালাল (৪৫) এর বিরুদ্ধে চাঁদা দাবি, বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি ছেঁড়া ও ছাত্রদের মারধর করেছে উল্লেখ করে উপজেলা শিক্ষাকর্মকর্তা নাজনীন সুলতানার মাধ্যমে একটি অভিযোগ থানায় প্রেরণ করেন। পরে জকিগঞ্জ থানা পুলিশ অভিযোগটিকে দ্রুত বিচার আইনে মামলা হিসেবে নথিভূক্ত করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুহিত জানান, অভিযুক্ত মোঃ সফিকুর রহমানকে দ্রুত বিচার আইনে গ্রেফতার করে শুক্রবার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিনহার আদালতে প্রেরণ করলে আদলত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
তবে গ্রেফতার সফিকুর রহমান এর আগে সিলেট ভয়েসের সাথে আলাপকালে নিজেকে বিদ্যালয়ের অভিভাবক ও দাতা সদস্য, এমনকি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দাবি করে এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অপর দুইজন শিক্ষকদের বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরায় তাকে পরিকল্পিতভাবে আমাকে ফ্যাঁসানো হয়েছে। তিনি ষড়যন্ত্রের শিকার।
জকিগঞ্জ থানার ওসি মোশররফ হোসেন জানান, এ ঘটনার প্রধান আসামী সফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকেও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। ছাত্র-শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতসহ আইন শৃংখলা স্থিতিশীল রাখতে যা যা প্রয়োজন সবই করা হবে।