লাখাইয়ে চলতি মৌসুমে রোপা আমন ধান চাষাবাদ শুরু হয়েছে। জমি চাষাবাদ, বীজতলা থেকে চারা উত্তোলন, জমিতে চারা রোপনের কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী চলতি মৌসুমে রোপা আমন ধান চাষাবাদ এর লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৫ শত ২০ হেক্টর। এর মধ্যে উফসী জাতের ধান চাষাবাদ হবে ৪ হাজার ৪ শত ৮০ হেক্টর এবং হাইব্রিড জাতের ধান চাষাবাদ হবে ৪০ হেক্টর।
রোপা আমনের লক্ষ্য মাত্রা পূরণে লাখাইর করাব, মুড়িয়াউক, বামৈ, মোড়াকরি ইউনিয়নে ইতিমধ্যে রোপা আমনের চাষাবাদে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। সরেজমিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর মাঠ ঘুরে দেখা যায় চলতিবৎসর আমন মৌসুমে রোপা আমনের চাষাবাদ শুরু হয়েছে। বর্ষার জল না থাকায় জমিতে চাষাবাদ বিলম্বিত হচ্ছিল। এ অবস্থায় বিগত কয়েকদিনের টানা বর্ষণ কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে উঠছে। এখন কৃষককেরা পুরোদমে চাষাবাদ শুরু করে দিয়েছেন।
উপজেলার করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রাম এর কৃষক ফরিদ উদ্দিন, আসাদুজ্জামান সোনাই চৌধুরী ও মিজানুর রহমান জানান, আমাদের রোপা আমনের চারা রোপনের উপযোগী হলেও এতদিন পানির অভাবে জমি কর্ষন করতে পারিনি। এমনকি কোন কোন জমি খরায় ফেটে গিয়েছিল। এ অবস্থায় আমন ধান চাষাবাদ শুরু করা সম্ভব হয় নি। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে জমি চাষাবাদের উপযোগী হয়ে উঠেছে। এখন আমরা জমি তৈরি ও রোপন শুরু করেছি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন, রোপা আমনের চাষের লক্ষ্য মাত্রা পূরণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। আমরা ধানের বীজতলা, ধানের জাত নির্বাচন, সরিষার আবাদ বাড়াতে আগাম জাতের ধান চাষাবাদ করতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে শতকরা ১০ শতাংশ জমিতে রোপা আমনের চারা রোপন করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে রোপণ শুরু হচ্ছে।
তিনি বলেন, আবহাওয়া অনুকূল থাকলে আবাদের লক্ষ্য মাত্রার চেয়ে বেশী চাষাবাদ এর সম্ভাবনা রয়েছে।