শ্রীমঙ্গলে আরও ১৬২ পরিবার পেল জমিসহ নতুন ঘর

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক জমি ও গৃহ প্রদানের অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলায় আরও ১৬২টি গৃহহীন পরিবার পেল নতুন ঘর। বুধবার (০৯ আগস্ট) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শহরের জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ’ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মৌলভীবাজার জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এই চতুর্থ পর্যায়ের ১৬২টি ঘরসহ এ পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় ৯৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।