গোলাপগঞ্জের ভূমিহীন ও গৃহহীন আরও ১২০ পরিবার পাচ্ছে নতুন ঘর। আগামীকাল বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে ৪র্থ পর্যায়ের ২য় ধাপের গৃহ হস্তান্তর কাজের শুভ উদ্বোধন করবেন।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৩টায় গোলাপগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম।
জানা যায়, ৪র্থ পর্যায়ের ২য় ধাপে গোলাপগঞ্জ উপজেলার ১২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হবে এবং এর মাধ্যমে উপজেলার মোট ৩৭০টি ‘ক’ শ্রেণীর পরিবার পুনর্বাসন সম্পন্ন হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা ছদরুল আলম, গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম গোপাল চন্দ্র শিব , ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, ঢাকাদক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মাও আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক রতন মনি চন্দ্র, হারিছ আলী, এম আব্দুল্লাহ, ফাহিম আহমদ, আফছার আহমদ, তামিম আহমদ প্রমুখ।
এছাড়াও প্রেস ব্রিফিংয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।