লাখাইয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপিত

লাখাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতির মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯৩ তম জন্মবার্ষিকী।

লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা।

এরপর লাখাই উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

সভায় আলোচনায় অংশ নেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া, লাখাই উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই পল্লী বিদ্যুৎ সমিতি এর ডিজিএম ইশমাত কামাল।

আরো উপস্থিত ছিলেন লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাংবাদিক মহসিন সাদেক, পঃ পঃ কর্মকর্তা গৌতম চন্দ্র রায় সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ মোস্তাক আহমেদ ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়। পরে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানাসহ উপস্থিত অতিথি বৃন্দ।

আলোচনায় সভায় বক্তারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর স্মৃতিচারণ এবং কর্মময় জীবনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য রাখেন।