ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরভস্ক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। আহত ৩১ জনের মধ্যে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার দশজন সদস্য রয়েছে, বেশিরভাগই বেসামরিক নাগরিক।
মঙ্গলবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সোমবার ইউক্রেনীয় কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিও ও ছবিগুলোতে দেখা যায়, লোকেদের ক্ষতিগ্রস্ত পাঁচ তলা অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তূপের মধ্য থেকে বের করে আনা হচ্ছে। ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স ছিল আহতদের চিকিৎসা দেওয়ার জন্য।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, একটি অনলাইন বিবৃতিতে রাশিয়াকে অভিযুক্ত করেন। তিনি বলেন, তারা পূর্ব ইউক্রেনে ‘ভাঙা ও দগ্ধ পাথর’ ছাড়া আর কিছুই ছেড়ে যাওয়ার চেষ্টা করছে না।
সিলেট ভয়েস/এএইচএম