তাহিরপুরে ভারতের কয়লা কোয়ারিতে চাপা পড়ে যুবকের মৃত্যু

তাহিরপুরের বালিয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে কয়লা আনতে গেলে কোয়ারিতে চাপা পড়ে আক্তার হোসেন (২০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লাকমা গ্রামের আব্দুর নুরের ছেলে।

শনিবার (০৫ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১৯৭ সংলগ্ন ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াঘাট সীমান্ত দিয়ে চোরাই পথে কোয়ারি থেকে কয়লা আনতে আট থেকে দশ জনের একটি দল সীমান্তের ১১৯৭ পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। একপর্যায়ে কোয়ারির ভেতরে মাটি ধসে চাপা পড়ে আক্তার হোসেন মারা যান।

খবর পেয়ে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।