পুলিশ লাইন্স স্কুলে আইন বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে পুলিশ লাইন্স স্কুলে আইন বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম।

উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মো. মনজুরুল আলম সহ অন্যান্য অফিসারবৃন্দ, পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ।

সেমিনারে ট্রাফিক আইন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারি পুলিশ কমিশনার রুপক কুমার সাহা এবং সার্জেন্ট হৈমন্তি। এছাড়াও প্রচলিত আইনসহ ট্রাফিক আইন বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের মাঝে প্রচলিত আইন মেনে চলা এবং ট্রাফিক আইনের সম্পর্কে সচেতন করার জন্য তাদের পরামর্শ প্রদান করা হয়।

সেমিনারে পুলিশ কমিশনার সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রচলিত আইনের পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার জন্য সবাইকে সচেতন করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আইন হলো স্বাধীনতার রক্ষাকবচ। তাই আইন মেনে চলা প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সেমিনারের শেষপর্যায়ে প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ শিরোনামের বই উপহার হিসেবে তুলে দেন পুলিশ কমিশনার মহোদয় মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম।