সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরে ৪৭ কোটি ৭৬ হাজার ৯১৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রাস্তাঘাট ও নিষ্কাসনে গুরুত্ব রেখে ড্রেন নির্মান খাতে সর্বোচ্চ বরাদ্দ ২০ কোটি টাকা রাখা হয়েছে। রবিবার (৩০ জুলাই) ১টায় পৌরসভার সম্মলেন কক্ষে পৌর মেয়র বিশ্বজিৎ রায় বাজেট পেশ করেন।
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। ব্যয় ৩ কোটি ৫০ লাখ ৩৫ হাজার টাকা। রাজস্ব উদ্ধৃত ১৩ লাখ ৪৫ হাজার টাকা।
উন্নয়ন বরাদ্দ ৪৩ কোটি ৫০ লাখ ৪১ হাজার ৯১৪ টাকা। ব্যয় ৪৩ কোটি ৪৫ লাখ টাকা। সার্বিক বাজেট উদ্ধৃত ৫ লাখ ৪১ হাজার ৯১৪ টাকা।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী মলয় ভট্টাচার্য্য, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সহ সভাপতি সুয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ সরদার, সৈদুর রহমান তালুকদার, অর্থ সম্পাদক প্রশান্ত সাগর দাস, দপ্তর সম্পাদক রুম্মান আহমদ, নির্বাহী সদস্য আবু হানিফ চৌধুরী, ইমরান হোসাইন, মোশাহিদ সরদার, প্যানেল মেয়র লিটন রায়, আশরাফ আহমদ, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, রেজাউল করিম, জুয়েল তালুকদার, রবীন্দ্র বৈষ্ণব, অমর তালুকদার, আবুল কাসেম, লিয়াকত আলী, মহিলা কাউন্সিলর মিনতি রানী দাস, হেলেনা বেগম পৌর পরিষদের কর নির্ধারক দেলোয়ার হোসেন, কর আদায়কারী আশিষ রায়, প্রধান সহকারি মুহিবর রহমান সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।