শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অন্যতম নাট্য সংগঠন ‘থিয়েটার সাস্ট’র ২৫ বছর পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব সম্পন্ন হয়েছে।
রবিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘হ্যাপি ডেইজ’ নাটক মঞ্চায়নের মাধ্যমে এ উৎসবের সমাপনী ঘোষণা করা হয়।
থিয়েটার সাস্টের সভাপতি মেহেদী হাসান মিঠু বলেন, থিয়েটার সাস্ট ২৫ বছর পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়েছে। এ উৎসবের প্রথম দিন (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় কেক কেটে এ উৎসবের উদ্বোধন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
এর আগে, একইদিন দুপুর একটায় ক্যাম্পাসের অর্জুনতলা থেকে থিয়েটার সাস্টের সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে আবার অর্জুনতলায় এসে র্যালিটি শেষ হয়।
দ্বিতীয় দিন থিয়েটার সাস্টের পুনর্মিলনী ও তৃতীয় দিন আরণ্যক নাট্যদলের ‘কহে ফেসবুক’ নাটক মঞ্চায়ন করা হয়।