কেন্দ্রীয় কর্মসূচীতে বাধার প্রতিবাদে সিলেট বিএনপির বিক্ষোভ

শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশী হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি।

শনিবার (২৯ জুলাই) একটি বিক্ষোভ মিছিল নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্রা পয়েন্টে গিয়ে শেষ হয়।

সিলেট মহানগর যুবদলের সাবেক সফল আহবায়ক, সিলেট মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক নজীবুর রহমান নজীবের পরিচালনায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জিয়াউল গণি আরেফিন জিল্লুর।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ অন্যতম বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তারা শেখ হাসিনার রক্ষীবাহিনী হিসেবে কাজ করছে। পুলিশ প্রশাসন জনমতের বিরুদ্ধে অবস্থান নিয়ে ঢাকা শহরে প্রবেশমুখের প্রতিটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা ও গুলিবর্ষণ করে নেতাকর্মীদের রক্তাক্ত করেছে। এমনকি বিএনপির বর্ষীয়ান নেতা, স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে লাঠিপেটা করে রক্তাক্ত করেছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে ক্ষোভে বিক্ষোভে উত্তাল সারা বাংলাদেশ। শেখ হাসিনার পতন আর কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা। প্রয়োজনে গণভবন ঘেরাও করে শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করা হবে।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব কাদির শাহী, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোয়াইব আহমদ, ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মহানগর যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, লাহিন আহমদ, স্বেচ্ছাসেবক দল মহানগর সাবেক সদস্য সচিব আজিজুর রহমান আজিজ, মাসুম ইবনে রাজ্জাক রাসেল, সুহেল মাহমুদ, মালেক আহমদ, আহমেদ নাজিম পান্না, মোঃ আসাদুল হক আসাদ, এনামূল হক শামীম, সৈয়দ আমির আলী, ওবায়দুর রহমান ফাহমি, শিহাব উদ্দিন শিহাব, আজিজ খান সজীব প্রমুখ।