সারাদেশের মতো সিলেটেও ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অফ সিলেট রয়্যালস।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সিলেট নগরীর মেন্দিবাগ পয়েন্টে কর্মসূচি পালনকালে ক্লাবের সদস্যরা পথচারীদের ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতন করেন।
এ উপলক্ষ্যে প্রচারণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি রোটারিয়ান আবুবক্কর শাওন এবং সহযোগিতায় ছিলেন ক্লাব সচিব রোটারিয়ান রেজাউল ইসলাম। এসময় কিভাবে সকলের অংশগ্রহণের মাধ্যমে এই ভয়াবহ রোগ থেকে দুরে থাকা যায় তা আলোচনা করা হয়।
পরে ক্লাবের পক্ষ থেকে ডেঙ্গু রোগ সম্পর্কিত লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা কর্মসূচি শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, রোটারিয়ান রাহাত তরফদার, রোটারিয়ান সুহেল আহমেদ রিপন, রোটারিয়ান অয়নাভ ভট্টাচার্য, রোটারিয়ান নাহিয়ান আল মাদানি খান রবি, রোটারিয়ান সুমেন কুমার দে।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সুমন আহমেদ তালুকদার, ফাহিম সারওয়াত ইনান, আমিনুল হক সুমিত, সুমন আহমেদ, মো. রুয়েল আহমেদ, ডায়মন্ড আহমেদ, সৈয়দ সায়মন, মুকিত আহমদ মাসুম প্রমুখ।