কানাইঘাট সাব-রেজিস্ট্রার অফিসের টি.সি আতাউর রহমানের মৃত্যুতে শোকসভা

কানাইঘাট সাব-রেজিস্ট্রার অফিসের ট্যাক্স কালেক্টার (টি.সি) আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস ও দলিল লিখক সমিতির উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০টায় কানাইঘাট সাব-রেজিস্ট্রার অফিস কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় উপজেলা সাব-রেজিষ্ট্রার অকিল উদ্দিনের সভাপতিত্বে ও দলিল লিখক সমিতির সদস্য জুবেল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন, সাব-রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী মনিন্দ্র চন্দ্র দাস, দলিল লিখক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাবেক সভাপতি ফয়জুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম. বুরহান উদ্দিন, সিনিয়র সদস্য সামছুদ্দিন বাবুল, নকল নবীশ হাফিজুল হক সাইফুল, বিধান চৌধুরী প্রমুখ। এছাড়াও শোক সভায় উপস্থিত ছিলেন, অফিসের কর্মকর্তা, কর্মচারী, নকল নবীশ সহ দলিল লিখক সমিতির সদস্যবৃন্দ।

শোক সভায় বক্তারা বলেন, সাব-রেজিস্ট্রার অফিসের ট্যাক্স কালেক্টার (টি.সি) আতাউর রহমান অফিসের একজন নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। তিনি সব-সময় অফিসে আগত সেবা গ্রহিতাদের সাথে ভালো ব্যবহার করতেন এবং তার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতেন। তার মৃত্যুতে সাব-রেজিস্ট্রার অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং দলিল লিখকরা অত্যন্ত শোকাহত।

শোকসভা শেষে নিহত আতাউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. সাদিক আহমদ।

উল্লেখ্য, গত ২৪ জুলাই অফিসের কাজ শেষ করে সিএনজি অটোরিকশায় করে বাসায় ফেরার পথে রাত সাড়ে ৮টায় সিলেট-জকিগঞ্জ সড়কের দিঘীরপাড় নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন আতাউর রহমান।