ভারতীয় অধিনায়ক হারমানপ্রীতকে জরিমানা

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে শেষ ও তৃতীয় ওয়ানডেতে ভারতীয় ক্রিকেটারদের একাধিক আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন, বইছে সমালোচনার ঝড়ও।

এদিকে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা পেতে যাচ্ছেন ভারতের নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কাউর। এছাড়া তিনটি ডি মেরেটি পয়েন্ট পাবেন তিনি। ম্যাচ রেফারি আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুরে ম্যাচ চলাকালীন আউট হওয়ার পর মাঠের মাঝেই ব্যাট দিয়ে আঘাত করে স্ট্যাম্প ভেঙে ফেলেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। ম্যাচশেষে পুরষ্কার বিতরণীর মঞ্চে এসেও আপত্তিকর মন্তব্যসহ উদ্ভট সব আচরণ করতে থাকেন ভারতের অধিনায়ক। বাংলাদেশ দলের উদ্দেশ্যেও কুরুচিপূর্ণ মন্তব্য করেন হারমানপ্রীত।

ট্রফি নিয়ে দুই দলের একসঙ্গে ছবি তোলার সময়ও কটূক্তি করতে থাকেন হারমানপ্রীত। তার সেই কটুক্তির জবাব হিসেবে ফটোসেশন শেষ না করেই সম্পূর্ণ দল নিয়ে ড্রেসিংরুমে চলে যান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এছাড়া আম্পায়ারিং নিয়েও ক্ষোভ ঝাড়েন তিনি। হারমানপ্রীত বলেন, ‘আমার মনে হয় সিরিজটা আমাদের জন্য বড় শিক্ষণীয়। ক্রিকেটের বাইরে, যে ধরনের আম্পায়ারিং হয়েছে তা আমাকে খুবই বিস্মিত করেছে। পরে যখন আমরা আবার বাংলাদেশে আসবো, এই ধরনের বিষয় মোকাবিলা করতে হবে সেটা নিশ্চিত হয়েই আসবো, সেই অনুযায়ী প্রস্তুতিও নেব।’

সিলেট ভয়েস/এএইচএম