কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে যুগান্তরের কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহরাব আহমদের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবির আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী।

প্রধান বক্তা হিসেবে নুরুল ইসলামের বর্ণাঢ্য জীবনী নিয়ে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা স্কাউটস কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. আনর আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন, ইমান উদ্দিন, কামরুল হুদা, রত্না আক্তার, কোম্পানীগঞ্জ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক রানা, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাসেল আহমেদ, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি শরীফ আহমদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা নুর মোহাম্মদ আমিনী।