সিলেটের কোম্পানীগঞ্জে ১৯টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেণির ১১৪ শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত এক অনুষ্ঠানে দ্বিতীয় ধাপে শিক্ষার্থীর হাতে ট্যাবগুলো তুলে দেন। এর আগে প্রথম ধাপে ১৭ এপ্রিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
আজ ২য় ধাপে ট্যাব তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ জন শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছিল। এখন দ্বিতীয় ধাপে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ৯ম ও ১০ম শ্রেনি থেকে ৩জন করে ৬জন শিক্ষার্থী একটি প্রতিষ্ঠান থেকে বাছাই করে মোট ৯৬ জন শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোস্তফা মাহাবুব ইফতেকার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার), বিমানবন্দর থানা পরিসংখ্যানবিদ মো. তানজীলুর রহমান।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।