শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (১৭ জুলাই) দশম দিনের মতো শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ এর আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মশার ওষুধ স্প্রে করা হয়েছে।

কার্যক্রমে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তানিয়া আক্তার, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. পার্থ সারথি সিংহ, পৌরসভার সচিব মাহবুবুল আলম পাটোয়ারী, অফিস সহকারি অসীম রায় প্রমুখ।

শ্রীমঙ্গল পৌরসভা সূত্রে জানা যায়, গত ৯ জুলাই শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, আমরা বছরজুড়ে পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে মশক নিধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি। সম্প্রতি দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তাই মশক নিধন কার্যক্রম ব্যাপক আকারে শুরু করেছি।

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তাই আমরা মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। মেয়র ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির উঠান, আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।