তাহিরপুরে যাদুকাটা নদীতে পাড়কেটে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে জেল ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ জুলাই) রাতে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকৃতদের ৭দিনের জেল ও একলাখ টাকা জরিমানা করেন।
জানা গেছে, উপজেলার বাদাঘাট ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সুন্নত আলীর ছেলে নজরুল ইসলাম, খলিল মিয়ার ছেলে সুমন মিয়া, সাবাস আলীর ছেলে বাশার মিয়া, ইব্রাহিমের ছেলে আল আমিন ও আব্দুল আউয়ালের ছেলে রাসেল মিয়া যাদুকাটা নদীর পাড়কেটে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে পুলিশ যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে হাজির করা হলে তাদের জেল ও জরিমানা করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি।
সিলেট ভয়েস/এএইচএম