মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের শ্রীচন্দ্রপুর (নগর)এলাকায় রাস্তার পাশের সরকারি জমি দখল ও কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সহকারী তহশীলদার আব্দুল আলিমের বিরুদ্ধে।
এ বিষয়ে রবিবার(১৬ জুলাই)কমলগঞ্জের সহকারী কমিশনার ভূমি বরাবরে আবেদন করেছেন স্থানীয় লোকজন। আবেদনের মাধ্যমে তারা জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। যার অনুলিপি ভূমি মন্ত্রানালয়, জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
সরজমিন অনুসন্ধানে সরকারি জমি কেটে দখলে নেওয়ার সত্যতা মিলে। জমির পাশেই রয়েছে জানাজা পড়ার জায়গা। স্থানীয় বাসিন্দা নেওয়ার মিয়া , জামাল মিয়া, সাইদুল বাসিত জানান এলাকার কেউ মারা গেলে জানাযার নামাজ পড়তে আসা মুসল্লিরা এই জমি ব্যবহার করেন। কিন্তু গত দুই দিনে সরকারি জায়গা কেটে নিজের জমির সাথে মিশিয়ে নিয়েছেন সরকারি এ কর্মকর্তা।
অভিযোগ সম্পর্কে ইউনিয়ন সহকারি তহশীলদার আব্দুল আলিম বলেন, জমিটি আমার ভাতিজা ইমরান বর্গা চাষ করে। ক্ষেতে কাজ করতে গিয়ে সে সরকারি কিছু জমি কেটে ফেলে। গ্রামের পঞ্চায়েতের লোকজন বিষয়টি আমাকে জানালে কেটে ফেলা জমি ভরাট করে দেওয়ার জন্য ভাতিজাকে বলেছি।
স্থানীয় কাউন্সিলর জসিম উদ্দিন শাকিল সত্যতা নিশ্চিত করে বলেন সরকারি জমি দখলমুক্ত করতে স্থানীয়ভাবে উদ্যোগ নিয়েও করা যায়নি তিনি সরকারি জমি উদ্ধারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবী জানান।
এবিষয়ে কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান বলেন, এলাকাবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ এসেছে বিষয় সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।