হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা ও পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) দুপুরে নবীগঞ্জ শহরের হাজারি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে একটি আনন্দ র্যালী বের করা হয়। র্যালিটি শহরের গুরু সড়ক প্রদক্ষীন করে, এতে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়।
সম্মেলন অধিবেশনে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব এমরান মিয়া ও জেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক মোঃ সরওয়ার শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহবায়ক এম এ মুনিম চৌধুরী বাবু।
প্রধান অতিথির বক্তব্যে এমএ মুনিম চৌধুরী বাবু বলেন, বাংলাদেশের উন্নয়নের কিংবদন্তী সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি আজ আমাদের মধ্যে স্বশরীরে নেই, কিন্তু তাঁর অবদান ও উন্নয়নের স্মৃতি চিহ্ন অক্ষয় হয়ে আছে বাংলাদেশে। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন পল্লীবন্ধুর কীর্তি অম্লান হয়ে থাকবে। অসাধারণ এক বর্ণিল জীবনে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসায় উপাধি পেয়েছেন পল্লীবন্ধু।
তিনি আরো বলেন, আমি যখন এমপি ছিলাম,তখন আমার নির্বাচনী এলাকার এমন কোনো গ্রাম নেই যেখানে উন্নয়ন কাজ হয়নি৷ আমি মাটি ও মানুষের কল্যাণে কাজ করে গেছি, ভবিষ্যতেও করবো৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জালাল উদ্দিন খান, কেন্দ্রীয় কমিটির সদস্যও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শাহ আবুল খায়ের, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, কদর আলী মোল্লা, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির আহবায়ক তাজ উদ্দিন বুলবুল, হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজল আহমদ, হবিগঞ্জ জেলা জাতীয় যুবসংহতির সভাপতি এডভোকেট শিবলী খায়ের, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব চেয়ারমযান উস্তার মিয়া তালুকদার, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম লুৎফুর রহমান, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া ও জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট সাদেক মিয়া।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির আহবায়ক সমিজুর রহমান চৌধুরী বাচ্চু, জেলা মহিলা পার্টির সাধারন সম্পাদক হাসিনা আক্তার শিফা, বড়ভাকৈর পশ্চিম ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মুনসেফ আলম, বড়ভাকৈর পুর্ব ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব খালিছ মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব শাহিনুর আলম ছাও মিয়া, দীঘলবাক ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ আলা উদ্দিন, আউশকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব বদরুল হক আব্দুল হাই, কুর্শী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুল ইসলাম ফরিদ, করগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আবু ইউসুফ, দেবপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক তোফাজ্জল হোসেন, গজনাইপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খাইরুল ইসলাম, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কুদ্দুস খান, পানিউমদা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক লুৎফুর রহমান, পৌর কৃষক পার্টির সভাপতি ফরিদ মিয়া, উপজেলা যুবসংহতির সভাপতি এম এ মতিন চৌধুরী, সাধারন সম্পাদক শেখ মিনহাজ উদ্দিন, জেলা স্বেচ্চাসেবক পার্টির সাধারন সম্পাদক মিলাদ হোসেন সুমন, পৌর যুবসংহতির সভাপতি নিউটন সুত্রধর, পৌর স্বেচ্চাসেবক পার্টির সাধারন সম্পাদক মৌলদ হোসেন জনি, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাধারন সম্পাদক নিয়ামুল করিম অপু, উপজেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক রিমা চন্দ্র প্রমুখ।