সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামিসী গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে আবদুন নূর নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জুলাই) কিশোরীর মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় ওই ব্যক্তিকে বিরুদ্ধে মামলা দায়ের করলে ঐদিনই এসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে আব্দুন নুরকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার সকাল ১০টায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দরিদ্র পরিবারের বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীকে নানা কৌশলে একাধিকবার ধর্ষণ করেন প্রতিবেশী বৃদ্ধ আবদুন নূর। এতে ওই ছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে জগন্নাথপুর থানায় মামলা করলে নিজ বাড়ি থেকে আবদুন নূরকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী ছাত্রীর মা জানান, তাঁর স্বামী প্যারালাইসিসে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারিয়ে বাড়িতে থাকেন। এ জন্য তিনি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছেন। এ সুযোগে আবদুন নূর তাঁদের বাড়িতে এসে তাঁর মেয়েকে ধর্ষণ করেন এবং ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখান। মেয়ের শারীরিক পরিবর্তন দেখে তাঁকে জিজ্ঞেস করলে সে জানায়, আবদুন নূর তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। পরে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে জানতে পারেন, তাঁর মেয়ে এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। নিরুপায় হয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্তঃসত্ত্বা মেয়েটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।