মাধবপুরে সংখ্যালঘুর জায়গা দখলের অভিযোগ

বিগঞ্জের মাধবপুরে এক সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সংখ্যালঘুর জায়গা জোরপুর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই সাবেক ইউপি সদস্যের ভয়ে আতংকে দিন কাটাচ্ছে সংখ্যালঘু পরিবারটি।

এই ঘটনায় মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত মন্টু চন্দ্র রায়ের ছেলে খোকন রায়ের একটি জায়গা জোরপুর্বক দখল করার চেষ্টা করছে জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. সাক্কন মিয়া ও তার লোকজন। খোকন মিয়া ওই জায়গা দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছে এবং কিছু চারা রোপন করে।

গত ২৭ জুন খোকন রায় তার জায়গায় লাগানো গাছের পরিচর্চা করার সময় সাক্কন মিয়ার লোকজন ওই জায়গায় গিয়ে হামলা করে গাছগুলো ভেঙ্গে ফেলে। তখন খোকন রায় ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ চলে গেলে সাক্কন মিয়ার লোকজন পুনরায় খোকন রায়ের উপর হামলা করে খোকন রায়কে আহত করে।

এই ঘটনায় খোকন রায় বাদি হয়ে সাক্কন মিয়াকে প্রধান করে মাধবপুর থানায় একটি অভিযোগ করেন।

খোকন রায় জানান, সাক্কন মিয়ার লোকজন দীর্ঘদিন যাবত তাদের জায়গা দখল করার চেষ্টা করছে। সাক্কন মিয়া ও তার ছেলেদের ভয়ে তারা আতংকে দিন কাটাচ্ছে।

এ ব্যাপারে সাক্কন মিয়া জানান, অভিযোগ গুলো সত্য নয়।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করা হচ্ছে।

সিলেট ভয়েস/এএইচএম