মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শমসেরগঞ্জ বাজারের ভোক্তার অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের শমসেরগঞ্জ বাজারে জেলা ভোক্তা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে বাজার তদারকি ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিমের সহায়তায় অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন তারিখ, মেয়াদের তারিখ ও মূল্য লেখা না থাকা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরগঞ্জ বাজারে অবস্থিত সৈকত স্টোরকে ৭ হাজার টাকা, রাজশ্রী এন্ড জয় স্টোরকে ৫ হাজার টাকার, মামুন ভ্যারাইটিজ স্টোরকে ১০ হাজার টাকা, জননী ফার্মেসীকে ১০ হাজার টাকা ও জয়গুরু স্টোরকে ৩ হাজার টাকা সহ ৫টি প্রতিষ্টানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।