কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলা প্রশাসনের অভিযানে দু’টি মামলায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) উপজেলার ধলাই নদীর ঢালাড়পাড় এলাকায় লিজ বহিভূর্ত ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সাদিক আল শাফিনের নেতৃত্ব অভিযানে পরিচালনা করা হয়। এ সময় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সাদিক আল শাফিন বলেন, আজ ধলাই নদীতে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়৷ কোম্পানীগঞ্জে কোন ভাবেই অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। ধলাই নদীর দক্ষিন বালু মহাল লিজ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত ১৩ টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।