গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুবসমাজকে এগিয়ে আসতে হবে : টুকু

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছাত্র ও যুবসমাজকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে দেশপ্রেমিক যুব সমাজের প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে যুবদলকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। আগামী ৯ জুলাই দেশ বাঁচাতে সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে তৃণমূল যুবদলকে ঐক্যবদ্ধ করতে হবে। আওয়ামী সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।

তিনি শুক্রবার (৩০ জুন) রাতে সিলেট জেলা যুবদল নেতৃবৃন্দের সাথে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন। সভায় জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কবৃন্দ অংশ নেন।

যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন বলেন, দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ দেশের যুব সমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের অধিকাংশ যুব সমাজ ফ্যাসিস্ট সরকারের পতন চায়। কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে তারা রাজপথে নামতে পারছেনা। তাই দেশপ্রেমিক যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। তাহলে জনতার সরকার প্রতিষ্ঠার আন্দোলন আরো বেগবান হবে।

সভায় সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে আগামী ৪ জুলাইয়ের মধ্যে সকল উপজেলার অধীনস্থ ইউনিয়ন ও সকল পৌর শাখার অধীনস্থ ওয়ার্ড সমন্বয়ে প্রস্তুতি সভা করার পাশাপাশি বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাথে যোগাযোগ রেখে প্রচার প্রচারণা চালানো অব্যাহত রাখতে বলা হয়।

সভায় অনলাইনে (ভার্চুয়ালী) বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, ওসমানীনগর উপজেলা আহ্বায়ক ফজল আহমদ জনি, জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক বাহারুল আলম বাহার, জকিগঞ্জ পৌর আহ্বায়ক শিব্বির আহমদ রনি, বিয়ানীবাজার পৌর আহ্বায়ক হোসেন আহমদ দুলন, গোলাপগঞ্জ পৌর আহ্বায়ক এনামুল হক এনাম, গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুুদু, কানাইঘাট পৌর আহ্বায়ক রুবেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুগ্ম আহ্বায়ক মকসুদুল করিম নুহেল, জৈন্তাপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, বিয়ানীবাজার পৌর যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, গোয়াইনঘাট উপজেলা যুগ্ম আহ্বায়ক জাহিদ খান, বিয়ানীবাজার উপজেলা যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ, কোম্পানীগঞ্জ উপজেলা যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, ওসমানীনগর উপজেলা যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসেন, কানাইঘাট উপজেলা যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ, কানাইঘাট পৌর যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, গোলাপগঞ্জ উপজেলা যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, বিশ্বনাথ উপজেলা যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন প্রমূখ