দেশের সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে। উজানেও কমে এসেছে ভারি বৃষ্টিপাতের প্রবণতা। আগামী দু-এক দিন নদ-নদীগুলোর অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। এর পরই কমতে শুরু করবে পানি।
ফলে চলতি মাসে আর কোনো বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির পূর্বাভাসে জানিয়েছে, আজ শনিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে আগামী দুই দিনে দেশে বৃষ্টি বাড়তে পারে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, ‘সামগ্রিকভাবে দেশের সব নদ-নদীর পানি মোটামুটি স্থিতাবস্থায় আছে। উজানে ভারি বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে। এ রকম অবস্থা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে।
সিলেট ভয়েস/এএইচএম