শাল্লায় বর্ণাঢ্য আয়োজনে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুনামগঞ্জের শাল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন ) বেলা ১১টায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেন শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন) এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণমিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তারা বলেন- সামনে জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আবারো দলকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।

আওয়ামীলীগ বয়স্কদের আশ্রয় দেওয়া সরকার, বিধবাদের আশ্রয় দেওয়া সরকার, এদেশের ছাত্রছাত্রী ও সাধারন মানুষকে নিরাপত্তা দেওয়া সরকার উল্লেখ করে বক্তারা আরো বলেন- দেশকে এগিয়ে নিতে, এদেশের মেহনতী মানুষের কথা বলতেই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়েছে।

পাকিস্তানিদের হাত থেকে এদেশের মানুষকে স্বাধীনতা ফিরিয়ে আনতে আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য। এদেশের মানুষের আশা ভরসার দল আওয়ামীলীগ। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল আর তা সম্ভব হয়েছে এই আওয়ামী লীগ সরকারের আমলেই। শিক্ষা ক্ষেত্রে নজিরবিহীন উন্নয়ন, যোগাযোগ ক্ষেত্রে অতুলনীয় উন্নয়ন, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি এসব আওয়ামী লীগ সরকারের অবদান বলে উল্লেখ করেন বক্তারা।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক এমদাদের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন), বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যাল অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ।

এছাড়াও উপস্থিত ছিলেন ৪নং শাল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা জামান চৌধুরী ফুল মিয়া, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৩নং বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, আওয়ামীলীগ নেতা শ্যামা প্রসাদ দাশ, ৩নং বাহাড়া ইউপি আওয়ামীলীগের সভাপতি পিযুজ কান্তি দাস, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল বারী লেলিন, জেলা পরিষদ সদস্য ও যুবলীগ নেতা টিকেন্দ্র চন্দ্র দাস, ইউপি সদস্য জহির মিয়া, হারুন মিয়া, সিরাজ মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান সুধাংশু চন্দ্র দাস, যুবলীগ নেতা ফেনী ভূষণ সরকার, ফখরুল ইসলাম, সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সদস্য পশাল সরকার পল্টু, ছাত্রলীগ নেতা শামীম মিয়া, জুয়েল মিয়া, রাজু দাস সহ স্থানীয়, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

সিলেট ভয়েস/এএইচএম