সিসিক নির্বাচন : একনজরে নবনির্বাচিত কাউন্সিলররা

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে ৪২টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা হয়েছে।

বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ৪২ ওয়ার্ড মোট ২৭২ জন প্রার্থী সাধারণ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এক নজরে সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ৪২ ওয়ার্ডে নির্বাচিত সাধারণ কাউন্সিলর হলেন যারা :

১ নম্বর ওয়ার্ডে কাউন্সিল পদে সৈয়দ তৌফিকুল হাদী বিজয়ী হয়েছেন। তিনি সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। দলের আদেশ অমান্য করে নির্বাচন করায় তাকে দল থেকে আজীবন বহিস্কার করে বিএনপি।
২ নম্বর ওয়ার্ডে কাউন্সিল পদে বিক্রম কর সম্রাট বিজয়ী হয়েছেন। তাঁর প্রতীক ছিলো লাটিম।
৩ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক। যিনি ঠেলাগাড়ি প্রতীকে নির্বাচন করেছেন।
৪ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শেখ তোফায়েল আহমদ শেপুল। তাঁর প্রতীক ছিল টিফিন ক্যারিয়ার।
৫ নম্বর ওয়ার্ডে টানা চতুর্থ বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রেজওয়ান আহমদ।
৬ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর ফরহাদ হোসেন শামীম। যিনি লাটিম প্রতীকে নির্বাচন করেছেন।
৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাঈদ মো. আব্দুল্লাহ। তিনি লাটিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ওয়ার্ডে প্রার্থী ছিলেন সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি ও বর্তমান কাউন্সিলর আফতাব হোসেন খান।
৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিল পদে জগদীশ চন্দ্র দাশ বিজয়ী হয়েছেন।জগদীশ সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও এই ওয়ার্ডের সাবেক কাউন্সলর।
৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন মোঃ মখলিছুর রহমান কামরান। ঘুড়ি প্রতীক নিয়ে এবার তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নিয়ে টানা পঞ্চমবারের তিনি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলেন।
১০নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর তারেক উদ্দিন। যিনি ঠেলাগাড়ি প্রতীকে নির্বাচন করেছেন।
১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিল পদে আব্দুর রকিব বাবুল বিজয়ী হয়েছেন। যিনি ঘুড়ি প্রতীকে নির্বাচন করেন।
১২ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর সিকন্দর আলী। যিনি ব্যাডমিন্টন র‌্যাকেট প্রতীকে নির্বাচন করেছেন।
১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু। যিনি ঘুড়ি প্রতীকে নির্বাচন করেছেন।
১৪ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম মুমিন। যিনি ঠেলাগাড়ি প্রতীকে নির্বাচন করেছেন।
১৫ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের। যিনি টিফিন ক্যারিয়ার প্রতীকে নির্বাচন করেছেন।
১৬ নম্বর ওয়ার্ডে ট্রাক্টর প্রতীকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আব্দুল মুহিত জাবেদ। এ নিয়ে তিনি তৃতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন।
১৭ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রাশেদ আহমদ। যিনি ট্রাক্টর প্রতীকে নির্বাচন করেছেন।
১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল।
১৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ। যিনি ঠেলাগাড়ি প্রতীকে নির্বাচন করেছেন।
২০নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর আজাদুর রহমান। যিনি লাটিম প্রতীকে নির্বাচন করেছেন।
২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন মো. আব্দুর রকিব তুহিন। যিনি লাটিম প্রতীকে নির্বাচন করেন।
২২ নম্বর ওয়ার্ডে প্রথম বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. ফজলে রাব্বী চৌধুরী (মাসুম)।
২৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোস্তাক আহমদ। যিনি টিফিন ক্যারিয়ার প্রতীকে নির্বাচন করেছেন।
২৪নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির সুহিন। যিনি ট্রাক্টর প্রতীকে নির্বাচন করেছেন।
২৫নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু। যিনি টিফিন ক্যারিয়ার প্রতীকে নির্বাচন করেছেন।
২৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. তৌফিক বক্স লিপন। যিনি ঠেলাগাড়ি প্রতীকে নির্বাচন করেছেন।
২৭নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল নজরুল। যিনি টিফিন ক্যারিয়ার প্রতীকে নির্বাচন করেছেন।
২৮নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রায়হান হোসেন। যিনি রেডিও প্রতীকে নির্বাচন করেছেন।
২৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম শাকিল। যিনি ঠেলাগাড়ি প্রতীকে নির্বাচন করেছেন।
৩০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. রকিব খান। টিফিন ক্যারিয়ার প্রতীকে তিনি পেয়েছেন মোট ৯৫২ ভোট।
৩১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নজমুল হোসেন। যিনি ঠেলাগাড়ি প্রতীকে নির্বাচন করেছেন।
৩২নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রুহেল আহমদ। যিনি লাটিম প্রতীকে নির্বাচন করেছেন।
৩৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন। যিনি টিফিন ক্যারিয়ার প্রতীকে নির্বাচন করেছেন।
৩৪নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদীন। যিনি ক্যাপ প্রতীকে নির্বাচন করেছেন।
৩৫ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম সাবেক ছাত্রলীগ নেতা। বর্তমানে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জরিড় রয়েছেন। তিনি প্রথম বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
৩৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিল পদে হিরন মাহমুদ নিপু (ব্যাডমিন্টন র‌্যাকেট) প্রতীকে বিজয়ী হয়েছেন। নিপু সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
৩৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. রিয়াজ মিয়া।
৩৮ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মো. হেলাল উদ্দিন। যিনি ঠেলাগাড়ি প্রতীকে নির্বাচন করেছেন।
৩৯ নম্বর ওয়ার্ডে রেডিও প্রতীকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আলতাফ হোসেন সুমন। সুমন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। দলের আদেশ অমান্য করে নির্বাচন করায় তাকে দলকে আজীবন বহিস্কার করে বিএনপি। তিনি প্রথম বারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন।
৪০ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন লিটন আহমদ। যিনি ব্যাডমিন্টন র‌্যাকেট প্রতীকে নির্বাচন করেছেন।
৪১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত ফখরুল আলম। যিনি ট্রাক্টর প্রতীকে নির্বাচন করেছেন।
৪২নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মতিউর রহমান। যিনি টিফিন ক্যারিয়ার প্রতীকে নির্বাচন করেছেন।

সিলেট ভয়েস/এএইচএম