জগন্নাথপুরে পাহাড়ি ঢলে বাড়ছে পানি, বন্যার শঙ্কা

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারতের পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (২১ জুন) দুপুর পর্যন্ত নলজুর নদীর পানি রানীগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এক সপ্তাহের মধ্যে বন্যার আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, ভারতের পাহাড়ি ঢলে বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ি ঢল নামছে। এতে করে পানি ঢুকে পড়ছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চলে। জগন্নাথপুরের নদ-নদী ও হাওরগুলো ইতিমধ্যেই পানিতে টই টুম্বুর। ঢলের পানি হু-হু করে ঢুকছে খাল-বিল-হাওরে। গত বৃহস্পতিবার থেকে হঠাৎ করে পাহাড়ি ঢল নামতে শুরু করে। দীর্ঘ দাবদাহের কারণে হাওরগুলো পানিশূন্য থাকায় এত দিন বন্যার তেমন শঙ্কা ছিল না। তবে পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার কবলে পড়বে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চল।

উপজেলার নিম্নাঞ্চলে পানির চাপ বাড়ছে বলেও জানিয়েছেন জগন্নাথপুর পাউবোর উপ-সহকারী হাসান গাজী। তিনি বলেন, ভারতের পাহাড়ি ঢলের সাথে সাথে উজানে বৃষ্টিপাত অব্যাহত আছে। ফলে জগন্নাথপুর নলজুর নদীর পানি বাড়ছে। আগামী দুই দিন পানি আরও কিছুটা বাড়তে পারে বলেও জানান তিনি।