লাখাইয়ে “আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন” প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার(১৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, বিদায়ী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল খন্দকার, উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতি লাল গোপ, উপসহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ খান, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন।
এ সময় উপজেলার ১২ টি কৃষক গ্রুপের মাঝে ১ টি করে ইঞ্জিন চালিত স্প্রে মেশিন, ২ টি হস্তচালিত স্প্রে মেশিন বিতরণ করা হয়।
কৃষি উপকরণ বিতরণ কালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষির উন্নয়নে প্রানান্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছেন। কৃষকদের বিনামূল্যে বীজ সার সহায়তার পাশাপাশি কৃষি উপকরণ ভর্তুকিমূল্যে এবং বিনামূল্যে বিতরণ করে আসছে। এ উপকরণ গুলো যাতে সঠিকভাবে ব্যবহার করা হয় তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন তিনি।