কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের আগে ফিফা প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে ১-০ গোলে হারাল বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (১৫ জুন) কম্বোডিয়ার নমপেন অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৬টায় ম্যাচটি শুরু হয়। এনিয়ে ছয়বারের দেখায় কম্বোডিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচেই জয় পেলো বাংলাদেশ। অন্য ম্যাচটি ড্র হয়।

ম্যাচের ২৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে এগিয়ে যায় বাংলাদেশ। ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস থেকে মজিবর রহমান জনি ৬ গজের প্রান্ত থেকে বাঁ পায়ে দারুণভাবে প্লেসিং করে লক্ষ্যভেদ করেন।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে কম্বোডিয়া। ৪১ মিনিটে কোউচ সকুমপিকের জোরালো শট বাংলাদেশ গোলকিপার জিকো ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন। ১১ মিনিটের ব্যবধানে কম্বোডিয়ার আরেকটি আক্রমণ ব্যর্থ করেন জিকো।

৬৫ মিনিটে অভিষিক্ত মোরসালিনের বক্সের বাইরে থেকে নেয়া জোরালো শট ক্রস বারের ওপর দিয়ে যায়। ৬৮ মিনিটে লিম পিসথের হেড সাইড বার দিয়ে গেলে সমতায় ফেরা হয়নি স্বাগতিকদের। শেষ দিকে এসে বাংলাদেশ ১০ জনের দলে পরিণত। কাজী তারিক লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

গত সেপ্টেম্বরেও বাংলাদেশ কম্বোডিয়ার মাঠে তাদেরকে হারিয়েছিল।

সিলেট ভয়েস/এএইচএম