মেসির দ্রুততম গোলে আর্জেন্টিনার দাপুটে জয়

ম্যাচের শুরুতেই ডি বক্সের বাইরে থেকে নেওয়া শটে বল জালে জড়ান মেসি। তখন ম্যাচের বয়স মাত্র ১ মিনিট ২০ সেকেন্ড। যা আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে চতুর্থ দ্রুততম গোল। একইসঙ্গে ৩৬ বছরে পা দিতে যাওয়া মেসির ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম গোল এটি।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এশিয়া সফরের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সকারুদের সহজেই হারিয়েছে লিওনেল মেসির দল। জিতেছে ২-০ গোলে।

মেসির গোলে ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে দূরপাল্লার শটে তিনি লক্ষ্যভেদ করেন। তার সেই শট ঠেকানো অসম্ভবই ছিল অস্ট্রেলিয়ান গোলরক্ষক ম্যাট রায়ানের জন্য। ম্যাচের ৫ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাক অ্যালিস্টারের শট চলে যায় পোস্টের ওপর দিয়ে। এরপর অবশ্য সমতায় ফেরার সুযোগ ছিল অস্ট্রেলিয়ারও। ২৮ মিনিটে তাদের নেওয়া শট হাত দিয়ে ঠেকান এমিলিয়ানো মার্টিনেজ। তবে এরপরও বল গিয়ে গোলবারে লেগে ফিরে আসে।

এই গোল দিয়ে আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ গোলদাতা মেসি ১০৩ গোল পূর্ণ করেছেন। এই গোল পেতে তিনি খেলেছেন ৭২টি আন্তর্জাতিক ম্যাচ।

দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে মেসির ফ্রি কিক অস্ট্রেলিয়ার একজন ডিফেন্ডারে গায়ে লেগে বাইরে চলে গেলে কর্নার পায় আর্জেন্টিনা। শর্ট কর্নার থেকে রদ্রিগো ডি পল বল উঁচু করে বক্সের মধ্যে ফেললে দারুণ হেডে তা জালে জড়ান দ্বিতীয়ার্ধে ওতামেন্দির বদলি হিসেবে নামা হারমন পেসেলা (২-০)। শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে জাকার্তায় দ্বিতীয় প্রীতি ম্যাচে নামবেন মেসির আর্জেন্টিনা। তবে ওই ম্যাচে তিনি খেলবেন না। ওই সময় তিনি অবকাশ যাপনে থাকবেন বলে জানা গেছে।

সিলেট ভয়েস/এএইচএম