হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাস্তবায়িত সভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাস্থ্য কর্মকর্তা ও আরএমও ডা. তাজরিন মজুমদার।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) নাহিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়, লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই প্রোগ্রামের আতাউর রহমান, স্বাস্থ্য সহকারী স্বপন সরকার, ইন্সপেক্টর আরজু মিয়া।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
অবহিতকরণ সভায় আগামী ১৮ জুন সারাদেশ ব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো ও বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
এতে জানানো হয়, লাখাই উপজেলায় ১২-৫৯ মাস বয়সী ২০ হাজার ৩শত ৭৮ জন শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৬-১১ মাস শিশুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯শত ৩৪ জন।
সভায়, ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ার উপর প্রত্যেকের যার যার অবস্থান থেকে উদ্বুদ্ধ করার উপর গুরুত্বারোপ করা হয়।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইউনুস আহমদ এবং গীতা পাঠ করেন অমিয় আচার্য।
পরিশেষে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের উপর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।