জগন্নাথপুরে স্কুলছাত্রকে রড দিয়ে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক স্কুলছাত্রকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আহত স্কুলছাত্র পিয়ার মোহাম্মদ (১৬)কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ওই ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামের আব্দুল কালাম হাবুলের ছেলে পিয়ার মোহাম্মদ কোরবানির গরু কেনার ১ লাখ নিয়ে উপজেলা সদরের জগন্নাথপুর বাজার থেকে যাত্রীবাহী লেগুনা যোগে সাদিপুর পয়েন্টে নামেন। সেখান থেকে জগদ্বীশপুর গ্রামের সড়কে নির্মাণ কাজ চলমান থাকায় সে পায়ে হেঁটে গ্রামে যাচ্ছিল। পথ্যেমধ্যে কাদিপুর নামক এলাকায় মেশিনঘরের নিকটবর্তী পৌঁছামাত্র সাদিপুর গ্রামের আব্দুল কাহারের ছেলে ইয়ামিন মিয়ার (১৭) এর নেতৃত্বে ৩/৪ জন যুবক পিয়ারের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে তার নিকট থেকে নগদ এক লাখ টাকা ও একটি স্যামসাং মোবাইলফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে তার স্বজনরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহত পিয়ার স্থানীয় হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মৌখিক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করে আইনানুত ব্যবস্থা গ্রহণে কাজ করছে।