সুনামগঞ্জের ধর্মপাশায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেল সাড়ে চারটায় জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, ধর্মপাশা সার্কেলের সহক্রাী পুলিশ সুপার শেখ আলী ফরিদ আহমেদ, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক সাজিদুল হক সাজু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্ক দিপু, সাংবাদিক মহি উদ্দিন আরিফ প্রমুখ।
উদ্বোধনী খেলায় ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ বনাম জয়শ্রী ইউনিয়ন পরিষদ অংশ গ্রহণ করে। খেলায় জয়শ্রী ইউনিয়ন পরিষদকে ৭-০ গোলে পরাজিত করে ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ জয় লাভ করে। খেলায় ৪টি গোল করে ম্যাচ সেরা হয়েছেন সাব্বির আহমেদ। খেলা পরিচালনা করেন সাবেক ফুটবল খেলোয়ার পাখি চন্দ্র সিংহ।