কৃষিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া আজ বৃহস্পতিবার (৮ জুন) থেকে শুরু হয়েছে।
এবারের ২০২২-২৩ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় দায়িত্ব পালন করবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)।
বৃহস্পতিবার (৮ জুন) ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সিকৃবির ভাইস- চ্যান্সেলর প্রফেসর ডা. মোঃ জামাল উদ্দিন ভূঞা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরিচালক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), পরিচালক (অর্থ ও হিসাব), পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টর প্রমুখ।
উল্লেখ্য দেশের গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামি ৫ আগস্ট অনুষ্ঠিত হবে। আবেদন চলবে ১০ জুলাই পর্যন্ত।
সিলেট ভয়েস/এএইচএম