‘তামাক নয়, খাদ্য ফলান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিশ্ব তামাক মুক্ত দিবস দিবস পালিত হয়েছে।
বুধবার (৩১ মে) সকালে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশুর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সালেহীন খান, শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, কৃষি অফিসার শেখ মো. মহসিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ সম্পাদক আশিক মিয়া, সেনিটারি ইন্সপেক্টর মৃদুল মোহন চন্দ্র, উপজেলা ইসলামী ফাউন্ডেশন কেয়ারটেকার জিয়া উদ্দিন প্রমুখ।