সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসাবে অংশগ্রহণের লক্ষে অধিকার বঞ্চিত মানুষের সাথে মিঠু তালুকদারের সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র ও যুব সমাজের উদ্যোগে শনিবার (২৭ মে) রাত ৮টায় শিবগঞ্জের মণিপুরী পাড়া এলাকায় এই সংযোগ সভা অনুষ্ঠিত হয়।
এসময় কাউন্সিলর প্রার্থী মিঠু তালুকদার বলেন, ‘আমি মানুষকে ভালবাসি, মানুষের কাছে থাকি। যেকোন সুবিধা-অসুবিধা নিয়ে মানুষ যেকোন সময় আমার কাছে আসতে পারেন, কথা বলতে পারেন। আমি মানুষের কাছে যাই, মানুষ আমার কাছে আসে। আমার দুয়ার সকল মানুষের জন্য উম্মুক্ত আছে, ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, ‘দুর্নীতি নয়, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। আমি আগেও ২০নং ওয়ার্ডের মানুষের বিপদে-আপদে পাশে ছিলাম। ভবিষ্যতেও পাশে থেকে কাজ করতে চাই।’
তিনি আরো বলেন, ‘সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের যে জোয়ার বইছে সেই জোয়ারের সাথে ২০নং ওয়ার্ডকেও এগিয়ে নিতে চাই। যদি ২০নং ওয়ার্ডবাসী আমাকে সুযোগ প্রদান করে তাহলে আমি এই ওয়ার্ডকে একটি আধুনিক, স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।’
এসময় তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেন।
সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে ও সৌরভ দাসের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- রুমাইয়ুন কবীর সিদ্দিকী, মো. আব্দুল কাদির, খালেদ বক্স, সাইফুল আলম, রত্না সিনহা, জয়দনী দাস, শিমু দে, গৌরী চক্রবর্তী, অমলা রানী দাস, কুসুম রানী দাস, লাকী চক্রবর্তী, অনিতা কর, আফিয়া বেগম, তারা বেগম, ফাতেমা বেগম, ঊষা রানী দেবী, রতন বাহাদুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।