সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেছেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামীন যদি চান আর আমি মেয়র পদে নির্বাচিত হই তাহলে মাস্টার প্ল্যানের মাধ্যমে এই নগরীকে একটি নান্দনিক নগরীতে রুপান্তরিক করবো।
তিনি বলেন, ‘অতীতের মেয়রদের কার্যক্রম নগরবাসী দেখেছেন। তাদের আমলে এই নগরীকে একটি অপরিকল্পিত নগরীতে পরিণত করা হয়েছে। সেদিক বিবেচনায় নগরবাসী যদি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন আমি নগরবাসীর কল্যাণে কাজ করে যাবো।’
শনিবার (১৩ মে) দুপুর ১২টায় দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মাজার জিয়ারত শেষে ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আনুষ্ঠানিক প্রচারণাকালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপরোক্ত কথাগুলো বলেন।
পরে তিনি শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে শায়িত তাঁর পিতা মরহুম আফতাব মিয়ার কবর জিয়ারত করেন।
মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, সিলেট জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, মহানগরের সভাপতি মো. সুফিয়ান খান, জাতীয় উলামা পার্টি সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাফিজ গিয়াস উদ্দিন, মহানগর জাপার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহিন, সেবুল আহমদ তালুকদার, জাপা নেতা আব্দুল হান্নান রোমন, বুলবুল আহমদ, মো. জাহাঙ্গীর খান, আতিকুর রহমান, আজহার উদ্দিন অপু, শাহেদ আহমদ জয়নাল আবেদীন, সুমন আহমদ, দিনার আহমদ, আব্দুল মোমিন, মামুনুর রশিদ, ছালেক আহমদ, সেলিম আহমদ প্রমুখ।
পরে তিনি দরগা গেইট এলাকায় গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন।