গাজায় ইসরায়েলের বিমান-হামলায় নারী ও শিশুসহ নিহত ৩০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০। নিহতদের মধ্যে ছয় শিশু ও তিন নারী রয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৯০ জন।

এছাড়া নিহতদের মধ্যে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের তিনজন নেতাও রয়েছেন। খবর আল-জাজিরার।

অপরদিকে গাজা উপত্যকা থেকে ইসরায়েল ভূখণ্ডে ছোড়া রকেট হামলায় বৃহস্পতিবার একজন নিহত হন।

হামাসের মুখপাত্র সালামা মারুফ জানান, গাজার পাঁচটি ভবন ধূলিসাৎ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০০টি ফ্ল্যাট। গাজার বিভিন্ন প্রবেশপথ ইসরায়েলের সেনারা বন্ধ করে রাখায় আহতদের অন্য জায়গায় স্থানান্তর এবং জরুরি দ্রব্যও আনা-নেয়া করা যাচ্ছে না।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিওবার্তায় আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমরা ওফেনসিভ ও ডিফেনসিভভাবে আক্রান্ত হচ্ছি। আমাদের ক্ষতি করতে যেই আসবে, তাকে রক্ত দিয়ে খেসারত দিতে হবে।’

এদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজায় সব ধরনের যাতায়াত বন্ধ করে রাখায় ক্যানসারের মতো রোগে আক্রান্ত রোগীরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। কারণ গাজায় উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই।

এএইচএম/০৪