হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ মে) দুুুপুরে তাদেরকে বিজ্ঞ আদলতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হকের সার্বিক দিক নির্দেশনায় এসআই দেলোয়ার হোসেন, এসআই প্রিয়তোষ কান্তি দাস, এসআই ছদরুল, এসআই ওমর ফারুক, এসআই মোল্লা রফিকুল ইসলাম, এসআই লিটন রায়, এ এসআই উত্তম কুমার ঘোপসহ সঙ্গীয় ফোর্স পৃথক এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো- উপজেলার ঘনশ্যামপুর গ্রামের আব্দুল করিমের পুত্র বিল্লাল মিয়া, ওসমানপুর গ্রামের মৃত উকিল মিয়ার পুত্র বাহার মিয়া (৩৫), বিলপাড় গ্রামের ফিরোজ মিয়ার পুত্র এমরান মিয়া, মৃত রফিক মিয়ার পুত্র জয়নাল মিয়া, লস্করপুর চা-বাগানের মৃত সোহেল মুন্ডার পুত্র বিশাল মুন্ডা, জাজিউতা গ্রামের আব্দুল মতিনের পুত্র মালেক মিয়া, খালেক মিয়া ও জুয়েল মিয়া, পাট্টাশরিফ গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র আক্কাস আলী (৩৮) ও শাহিদ মিয়া (৪০), শাহিদ মিয়ার স্ত্রী আছমা আক্তার (৩৫), বিলপাড় গ্রামের ফিরোজ মিয়ার পুত্র শেখ সুমন, ঘনশ্যামপুর গ্রামের হাছন আলীর পুত্র শাহ জাহান মিয়া (২৫), বাল্লা গ্রামের হেলাল মিয়ার স্ত্রী শিরিন সেলিনা (৩৫) এবং ছাতক উপজেলার উত্তর বড়কাপন গ্রামের মৃত মুক্তার আলীর পুত্র বাচ্চু মিয়া (৩৫)।
গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক।