ছাতকে দুইপক্ষের সংঘর্ষে আহত শতাধিক

সুনামগঞ্জের ছাতকের সাউদেরগাঁও গ্রামে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা গেছে, জাউয়া ইউনিয়নের সাউদেরগাঁও জামে মসজিদের জায়গার মাপজোখ নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার সকালে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম পাঞ্চায়েতের মুখোমুখি হলে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই মধ্যে ছাগলে একটি পক্ষের ধান খাওয়াকে কেন্দ্র দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুইপক্ষের শতাধিক লোক আহত হন। আহতদের কৈতক হাসপাতাল ও গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আহাম্মেদ উল্লাহ ভূইয়া বলেন, সংঘর্ষে গুরুতর আহতদের সিলেটে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি।