সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর তানভির তুলি মতবিনিময় করেছেন।
সোমবার (১ মে) দুপুর আড়াইটার দিকে স্থানীয় একটি কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিয়কালে তানভির তুলি জানিয়েছেন, বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ও ডেপুটি ডিরেক্টর এবং পরবর্তীতে স্পেশাল সিকিউরিটি ফোর্সে (এসএসএফ) চাকরি শেষে অবসর গ্রহণ করেছেন তিনি। এলাকার জন্য কিছু করার মানসিকতা থেকে রাজনীতিতে আসতে আগ্রহী হয়েছেন।
তিনি বলেন, দীর্ঘকাল থেকে দেখে আসছি দিরাই শাল্লা নামের আগে অবহেলিত শব্দটি ব্যবহার হয়। এই অবহেলিত শব্দটি ঘুচে দেয়াই আমার লক্ষ্য।
তানভির তুলি জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আমার কথা হয়েছে উনি বলেছেন মাঠে কাজ করার জন্য। উনার দোয়া নিয়েই আমি এলাকায় এসেছি। আওয়ামী লীগের মনোনয়ন পাবার বিষয়ে আমি আশাবাদী।’