সিলেটে সড়কে শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ

ঈদ পরবর্তী সময়ে মোটরসাইকেল চালকদের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনা রোধের জন্য সিলেট মহানগরীতেও মোটরসাইকেল চালক ও পেছনে বসা আরোহীর বাধ্যতামূলক হেলমেট পরিধানের জন্য অভিযান অব্যাহত রেখেছে এসএমপি’র ট্রাফিক বিভাগ।

আজ বুধবার (২৬ এপ্রিল) মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় উপস্থিত ছিলেন এডিসি (ট্রাফিক) গৌতম দেব, এসি (ট্রাফিক) মোহাম্মদ আতাহারুল ইসলাম তালুকদার, টিআই (প্রশাসন) মোহাম্মদ মোস্তাক আহমেদ, ও টিআই (ট্রাফিক বিভাগ) নীহার রঞ্জন সিংহ।

এসএমপি’র কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনায় ও উপ-কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাবের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম মহানগরীর বিভিন্ন স্থানে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এ অভিযানকালে জনসাধারণ, পথচারী, চালক ও তাদের সহকারীদের রাস্তা পারাপারে সতর্কতা, মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পারাপার না হওয়া, ফুটপাত ব্যবহার করা, রাস্তার ডান পাশ দিয়ে চলা, রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার করা, সময় বাঁচাতে গিয়ে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী হয়ে গাড়িতে না ওঠা, মোটরসাইকেলে চালক ব্যতিত একজনের বেশি আরোহী বহন না করা, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ব্যতিত মোটরসাইকেল না চালানো, বেপরোয়া গতিতে মোটরসাইকেল না চালানো এবং উল্টো পথে গাড়ি না চালানোর বিষয়ে নিয়মিত সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হচ্ছে।